ভবানীপুর উপনির্বাচনে লড়বেন মমতা

ভবানীপুর উপনির্বাচনে লড়বেন মমতা

অনলাইন ডেস্ক: ‘পুরনো কেন্দ্র ভবানীপুর থেকেই উপনির্বাচনে লড়তে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। গত এপ্রিলের ভোটে ওই কেন্দ্র থেকে নির্বাচিত তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় শুক্রবার পদত্যাগ করেছেন।;

‘ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, দলনেত্রীর জন্য নিজের আসন ছেড়ে তৃণমূলের দীর্ঘদিনের নেতা শোভনদেব চট্টোপাধ্যায় আজ শুক্রবার দুপুরে বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে পদত্যাগপত্র তুলে দেন।;

‘স্পিকারকে পদত্যাগপত্র দেওয়ার পর শোভনদেব জানান, দলনেত্রীর জন্যই তিনি আসনটা খালি করছেন। সদ্যসমাপ্ত নির্বাচনে ভবানীপুর থেকে বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষকে হারিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়।;

‘এক সময়ের ‘ডানহাতথ শুভেন্দু অধিকারীর কাছে গত নির্বাচনে সামান্য ভোটে নন্দীগ্রামে হেরে যান মমতা বন্দোপাধ্যায়। নিয়মানুযায়ী ৬ মাসের মধ্যে তাকে কোনো আসন থেকে জিতে আসতে হবে। সেই প্রক্রিয়াই শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রধান।;

‘ভবানিপুরের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করায় এবার নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে উপনির্বাচনের দিন ঘোষণা করবে। এছাড়া নির্বাচনের পর ও ফল ঘোষণার আগে প্রার্থী মারা যাওয়ার কারণে পশ্চিমবঙ্গের আরো দুইটি আসনেও উপনির্বাচন হবে।;

উল্লেখ্য, ‘শোভনদেব পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রথম বিধায়ক। তৃণমূল গঠিত হওয়ার পর ১৯৯৮ সালে রাসবিহারী কেন্দ্রের উপনির্বাচনে তিনি জিতেছিলেন। তারপর থেকে তিনি মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের অন্যতম নির্ভরযোগ্য একজন নেতা।;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *