বেতাগীতে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, তাপমাত্রা আরো বাড়বে

বেতাগীতে তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, তাপমাত্রা আরো বাড়বে

নিজস্ব প্রতিবেদক: 

এক সপ্তাহ ধরে সারা দেশের মতো উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে বয়ে যাচ্ছে প্রচণ্ড দাবদাহ। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে আছেন খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, সপ্তাহখানের মধ্যে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

তবে দুদিন পরে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকলেও জনজীবনে স্বস্তি মিলবে না। বরং গরমের তীব্রতা আরো কয়েক ডিগ্রি বাড়তে পারে।

আজ সোমবার (২২ এপ্রিল) তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রির বেশি। ঋতুচক্রের হিসেবে এখন গরম পড়াটা স্বাভাবিক।

কিন্তু যেটি ঘটছে সেটি অতিমাত্রায় অস্বাভাবিক।

গত কয়েক দিনে প্রচণ্ড দাবদাহে হাঁসফাঁস জনজীবন। একে তো দেখা নেই বৃষ্টির! তার মধ্যে বাতাসে জলীয় বাষ্পের মাত্রা কমে যাওয়ায় গরমও যেন চরমে। কষ্ট বেড়েছে খেটে খাওয়া মানুষের।

তারা যেখানে একটু ছায়া সেখানেই খুঁজছেন একটু স্বস্তি। গরমের হাওয়া পৌঁছে গেছে ছায়াতলায়ও। এত গরম আগে দেখেনি বেতাগীতে।

বেতাগী পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিকশাচালক রাখান ঢালী (৬২) বলেন, ‘গত কয়েকদিনে যে গরম পড়ছে, আমার এই জীবনে আগে দেখিনি। মানুষ রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না।

রিকশা চালাতে পারছি না। বাচ্চারাও ঘরে থাকতে পারছে না।’

চা বিক্রেতা শান্তি রঞ্জন বেপারী (৬৪) বলেন, ‘এত রোদ, প্রচণ্ড গরম। মানুষ চা খেতেও আসে না। মানুষ কোথায় যাবে এই রোদে? কী করে খাবে?’

আজ দুপুরে বেতাগী সরকারি কলেজ পুকুরে ৫-৭ জনের একদল শিশু ঘণ্টাব্যাপী পানিতে কেউ বা সাঁতার কাটছে, কেউ বা ডুব দিচ্ছে, পানিতে ছোটাছুটি করছে।

শিশু সৈকত (১০) বলে, ‘গরমে কোথাও শান্তি পাচ্ছি না। হাঁপিয়ে উঠতে হচ্ছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। শুধু পানির পিপাসা পাচ্ছে। পানির মধ্যে দৌড়ঝাঁপ করতে ভালো লাগে।’

আপাতত সপ্তাহখানেকের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই উল্লেখ করে বরিশাল আবহাওয়া অফিসের উপ-পরিদর্শক মো. মাসুদ রানা রুবেল বলেন, ‘আজ বরিশালের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। গরমের তীব্রতা কমবে না, বরং দিনের তাপমাত্রা আরো বাড়বে। দুদিন পর ছিটেফোঁটা বৃষ্টি হলেও জনজীবনে আপাতত স্বস্তি মিলবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *