বায়ুদূষণে শীর্ষে গাজীপুর আর ঢাকা-সত্যবয়ান

বায়ুদূষণে শীর্ষে গাজীপুর আর ঢাকা-সত্যবয়ান

নিজস্ব প্রতিবেদক||দেশের ৬৪টি জেলার মধ্যে বায়ুদূষণে শীর্ষে রয়েছে গাজীপুর। দূষণের দিক থেকে এখানে বায়ুমান প্রতি ঘনমিটারে ২৬৩ দশমিক ৫১ মাইক্রোগ্রাম। এছাড়া ঢাকা জেলা দ্বিতীয় ও নারায়ণগঞ্জ তৃতীয় অবস্থানে রয়েছে।

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) এক গবেষণায় এই তথ্য উঠে আসে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রকাশ করা হয় গবেষণার ফল।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী।

গত বছরের ৬ জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত দেশের জেলা শহরগুলোতে এই গবেষণা চালানো হয়। গবেষণায় ৭ ধরনের ভূমির ব্যবহারের ওপর নির্ভর করে ৩১৬৩টি স্থানের বস্তুকণা ২.৫ মান ধরে পর্যবেক্ষণ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে পর্যালোচনা করা হয়।

গবেষণায় বলা হয়, দেশের সবচেয়ে দূষিত জেলা গাজীপুর। দূষিত শহরের তালিকায় ঢাকা রয়েছে দ্বিতীয় স্থানে। তালিকায় নারায়ণগঞ্জ তৃতীয় অবস্থানে রয়েছে। আর সবচেয়ে কম দূষিত বাতাসের জেলা মাদারীপুর। গাজীপুরে বায়ু দূষণের মাত্রা ২৬৩.৫১ মাইক্রোগ্রাম, ঢাকায় ২৫২.৯৩ মাইক্রোগ্রাম এবং নারায়ণগঞ্জে ২২২.৪৫ মাইক্রোগ্রাম। আর মাদারীপুরে বায়ু দূষণের মাত্রা প্রতি ঘনমিটারে ৪৯.০৮ মাইক্রোগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *