বাণিজ্য সহজ করতে দেশে চীনের ব্যাংকের কার্যক্রম চালুর আহ্বান

বাণিজ্য সহজ করতে দেশে চীনের ব্যাংকের কার্যক্রম চালুর আহ্বান

নিজস্ব প্রতিবেদক: চীনের সঙ্গে বাণিজ্য সহজ করতে চায়না মুদ্রাকে সরকার অফিসিয়াল মুদ্রা হিসেবে সরকার স্বীকৃতি দিয়েছে। তাই চীন সরকারের প্রতি ব্যাংকিং চ্যানেল সহজ করতে চীনের একটি ব্যাংকের বাংলাদেশে কার্যক্রম চালু করার আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. আহসানুল ইসলাম টিটু।

 রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামা (ইআরএফ) ও চায়না বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ (বিসিসিআই) জার্নালিজম অ্যাওয়ার্ডের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এসব কথা বলেন। বিভিন্ন ক্যাটাগরিতে ১৫জন সাংবাদিককে পুরস্কার দেওয়া হয়।

এতে আরো বক্তব্যে দেন বাংলাদেশে চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর অ্যান্ড ডেপুটি চিফ অব মিশন ইয়ান হুয়ালং, ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাসেমের সঞ্চালনায় ইআরএফ সভাপতি রেফায়েত উল্ল্যা মৃধা, বিসিসিআই সভাপতি গাজী গোলাম মর্তুজা প্রমুখ।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জন্য চীনের বাণিজ্য সহজ করতে চায়না মুদ্রাকে সরকার অফিসিয়াল মুদ্রা হিসেবে সরকার গত মাস থেকে স্বীকৃতি দিয়েছে। তাই চীন সরকারের প্রতি আহ্বান ব্যাকিং চ্যানেল সহজ করতে চীনের একটি ব্যাংকের কার্যক্রম বাংলাদেশে থেকে চালু করা।’

বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংযোগ স্থল হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘চীনের সঙ্গে  দ্বিপাক্ষিক বাণিজ্য বৈষম্যর ফারাক অনেক বেশি।

প্রায় ২২ বিলিয়ন ডলারের পার্থক্য। এই ব্যবধান কমাতে দেশে চায়নার বিনিয়োগ বাড়াতে হবে। চায়নার বিনিয়োগের মাধ্যমে তৈরি পণ্য আবার রপ্তানি করে এই বৈষম্য কমিয়ে আনা সম্ভব।’

আহসানুল ইসলাম টিটু বলেন, ‘বাজার ব্যবস্থাপনার সমস্যা চিহ্নিত করে স্মার্ট বাজার ব্যবস্থাপনার লক্ষ্য অর্জন করবে।

বাণিজ্যমন্ত্রণালয় আমদানি-রপ্তানি করে। ব্যবসায় সহায়ক নীতি নিয়ে কাজ করে। এই নীতির মাধ্যমে ভোক্তা স্বার্থ রক্ষায় কাজ করে। বিশেষ করে রমজানের পণ্য নিয়ে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। তেল, ছোলা, চিলি, ডাল ও পেঁয়াজ এসব পণ্যর শুল্ক কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে সুপারিশ করা হয়েছে।

প্রধানমন্ত্রীও এই বিষয়ে একমত। আমাদের আশা এসব পণ্যে সরবরাহ নিরবচ্ছিন্ন থাকবে।’

তিনি জানান, বিশেষ করে আসন্ন রমজানের পণ্য বাজারে স্বাভাবিক সরবরাহ রাখতে ভারতের বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন পেঁয়াজ চিনি ভারত থেকে সহজে আমদানি করা যাবে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. মাহবুবুল আলম বলেন, ‘এক সময় ৯০ বিলিয়ন ডলারের অর্থনীতি থেকে বাংলাদেশ এখন ৪৭০ বিলিয়ন ডলারের অর্থনীতি। এর ধারাবাহিকতায় ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়াতে চায়না চেম্বারকে একসঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *