বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দলে পরিবর্তন

বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড দলে পরিবর্তন

 খেলা ডেস্ক:  চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন পেস বোলার ম্যাট হেনরি। তার জায়গায় দলে ডাক পেয়েছেন আরেক পেস বোলার নিল ওয়াগনার। ৩৭ বছর বয়সী এই পেসার সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেট খেলছিলেন।

বিশ্বকাপ চলাকালীন হ্যামেস্ট্রিংয়ের চোটে পড়েন হেনরি।

গত ১ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই চোট পান তিনি। ফিরে যান দেশে। শুরুতে ভাবা হয়েছি টেস্ট সিরিজের আগেই ফিট হয়ে উঠবেন হেনরি। তাই তাকে দলে রেখেই স্কোয়াড ঘোষণা করে কিউইরা।

কিন্তু আরেকবার স্ক্যান করে জানা গেছে, খেলতে পারবেন না তিনি।

নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) হেনরির চোটের ব্যাপারে জানিয়েছে, ‘এ সপ্তাহে করা স্ক্যান ও পর্যালোচনার পর বোঝা গেছে, চোট যথেষ্ট ঠিক হয়নি, ফলে সে টেস্ট ম্যাচ ক্রিকেটের জন্য প্রস্তুত নয়, তাকে বিবেচনাও করা যাচ্ছে না।’ দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ২১ নভেম্বর বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। বাংলাদেশে এসে প্রথম টেস্টের ভেন্যু সিলেটে যাবেন তারা।

২৮ নভেম্বর প্রথম টেস্ট। এরপর ঢাকায় ফিরে আগামী ৬ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় টেস্ট খেলবে।

পিঠের চোটের ওয়াগনারও ছিলেন মাঠের বাইরে। সেই চোট কাটিয়ে প্লাঙ্কেট শিল্ডে গত সপ্তাহে নর্দার্ন ডিসট্রিক্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন তিনি। এই পেসার সবশেষ আন্তর্জাতিক টেস্ট খেলেছেন এ বছরের মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে।

নিউজিল্যান্ডেরও সেটাই সবশেষ খেলা টেস্ট ম্যাচ। কিউইদের হয়ে ৬৩টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি।

বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের টেস্ট দল:
টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সৌধি, নিল ওয়াগনার, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *