বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মানববন্ধন

বুলবুল আহম্মেদ শেরপুর :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে অবমাননা করার প্রতিবাদে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এর আহবানে মানববন্ধন করেছে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি এর নেতৃবৃন্দ। ১২ ডিসেম্বর শনিবার দুপুরে শহরের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাউল কল মালিক সমিতর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শামীম হোসেন।
এসময় শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব আরিফ হোসেন, পরিচালক নির্মল কুমার সাহা, মোঃ ওয়ালিবিন ফেরদৌস লোটাস, রফিকুল ইসলাম, অটলেশ মালাকার, শুভ্র সাহা বাবন, সাবেক পরিচালক নাজমুল আলম টিটু, ব্যবসায়ী আব্দুল কুদ্দুস বাচ্চু মাষ্টার, মনিরুজ্জামান ময়না লিচুসহ সহ স্থানীয় ব্যবসায়ী বৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, আবার যদি কোন উগ্রবাদ ও মৌলবাদী গোষ্ঠী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কোন বক্তব্য দেন তাহলে মুক্তি যুদ্ধের স্বপক্ষের শক্তি তা প্রতিহত করার জন্য প্রস্তুত রয়েছে। তারা আরো বলেন,বঙ্গবন্ধুর ভাস্কর্য যাদের উস্কানিমূলক বক্তব্যে অনুপ্রানিত হয়ে মাদ্রাসার ছাত্ররা”ভেঙেছে তাদের অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। মানববন্ধন ব্যাবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *