পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা-সত্যবয়ান

পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা-সত্যবয়ান

নিজস্ব প্রতিবেদক|| এইচএসসি ও সমমানের পরীক্ষার পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। ছেলেদের পাসের হার ৯৪ দশমিক ৪৪ শতাংশ, আর মেয়েদের ৯৬ দশমিক ৬৭ শতাংশ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফল ঘোষণা করা হয়।

এবার পরীক্ষায় অংশ নিয়েছে ১১ লাখ ১৫ হাজার ৭০৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র পাঁচ লাখ ৫১ হাজার ৩৮১ ও ছাত্রী পাঁচ লাখ ৬৪ হাজার ৩২৪ জন। পাস করেছেন পাঁচ লাখ ২০ হাজার ৭১৩ ছাত্র ও পাঁচ লাখ ৪৫ হাজার ৫২৯ জন ছাত্রী।

এছাড়া প্রতিটি বোর্ডেই ছেলেদের তুলনায় এগিয়ে মেয়েরা। ঢাকা বোর্ডে ছাত্র পাসের হার ৯৫ দশমিক ১১ শতাংশ ও ছাত্রী পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। রাজশাহী বোর্ডে ছেলেদের পাসের হার ৯৬ দশমিক ৫১ শতাংশ ও মেয়েদের ৯৮ দশমিক ১৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *