নালিতাবাড়ীতে খাল খনন বন্ধ ও ক্ষতিপুরণের দাবীতে মানববন্ধন-সত্যবয়ান

নালিতাবাড়ীতে খাল খনন বন্ধ ও ক্ষতিপুরণের দাবীতে মানববন্ধন-সত্যবয়ান

বিশেষ প্রতিনিধি :শেরপুরের নালিতাবাড়ীতে রেকডিয় আবাদী কৃষি জমির উপর টিআর-কাবিটা প্রকল্পের নামে খাল খনননের প্রতিবাদে মারববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ জমির মালিকবৃন্দ।
মঙ্গলবার (২২ জানুয়ারী) দুপুরে খননকৃত খাল সংলগ্ন রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আদিবাসী নেতা লরেন্স ড্রং এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসি যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক টনি ম্যাথিউ চিরান, বাংলাদেশ হদি ক্ষত্রিয় কল্যান পরিষদের সভাপতি লিটন দেব সেন, বাংলাদেশ গারো ছাত্রসংগঠনের সদস্য সচিব আরাধন মৃ, আদিবাসী নেতা বাদল চিসিম, সোহেল হাজং প্রমুখ।
মানববন্ধ ও বিক্ষোভ সমাবেশে লিখিত বক্তব্যে বলেন, খাল খননের ফলে উপজাতি সম্প্রদায়ের ১৩টি পরিবারসহ প্রায় শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোগাই নদীর তীরবর্তী এলাকায় প্রায় তিন কিলোমিটার এলাকা পুরোটাই নতুন। নতুন খাল খনননের যে প্রক্রীয়া রয়েছে তা মানা হয় নাই বলে বক্তারা উল্লেখ করেন। মানববন্ধনে খালখনন স্থায়ীভাবে বন্ধ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরন, ভোক্ত ভোগিদের হয়রানি বন্ধ ও নিরাপত্তা নিশ্চত করার দাবী করেন।
উক্ত দাবীর সাথে সংহতি প্রকাশ করেন, নাগরিক এক্য শেরপুর, বাংলাদেশ আদিবাসি যুব ফোরাম, সেওলা সমাজ উন্নয়ন সংস্থা, গারো স্টুডেন্ট ফেডারেশন, বাংরাদেশ গারো ছাত্র সংগঠনসহ কয়েকটি সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *