নতুন বিদ্যুৎ সংযোগ নিতে টিআইএন বাধ্যতামূলক||সত্যবয়ান

নতুন বিদ্যুৎ সংযোগ নিতে টিআইএন বাধ্যতামূলক||সত্যবয়ান

নিজস্ব প্রতিবেদক||বিদ্যুৎ সংযোগ নিতে হলে বাধ্যতামূলক করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) দিতে হবে। ইতোমধ্যে এ নির্দেশ জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে থেকে বিদ্যুৎ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোতে চিঠি দেওয়া হয়েছে।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আইরিন পারভীন স্বাক্ষরিত এ চিঠি ইতোমধ্যে ইস্যু করা হয়েছে।

চিঠিটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ঢাকা ইলেক্ট্রনিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনসহ সবগুলো বিদ্যুৎ প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। এরমধ্যে প্রতিষ্ঠানগুলো চিঠিটি পেয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া শুরু করে দিয়েছে।

বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের ওই চিঠিতে উল্লেখ করা হয়, সব সিটি করপোরেশন, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এলাকাভুক্ত সব আবাসিক বাণিজ্যিক এবং শিল্প পর্যায়ের নতুন বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে করদাতা শনাক্তকারী নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *