নকলা পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা||সত্যবয়ান

নকলা পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা||সত্যবয়ান

নকলা,(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নকলায় পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র হাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে এই বাজেট ঘোষণা করা হয়।

এতে নকলা পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরে মোট প্রস্তাবিত ৪৬ কোটি ২ লাখ ৩৬ হাজার ৬৫৩ টাকা আয় এবং ব্যয় ধরা হয়।

পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল মনসুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সামিউল হক মুক্ত এবং রেজাউল করিম হীরা, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গোলাম হাফিজ সোহেল, উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বিদ্যুৎ, সরকারী হাজী জাল মামুদ (ডিগ্রি) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলতাব আলী, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা নাগরিক সমাজের পক্ষ থেকে আধুনিক ও সুন্দর বাসযোগ্য পৌরসভা গড়তে নানাবিধ পরামর্শ ও উন্মুক্ত আলোচনা সহ বিভিন্ন মতামত প্রদান করেন।

এসময় নকলা পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *