নকলায় করোনা প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত||সত্যবয়ান

নকলায় করোনা প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত||সত্যবয়ান

আল আমীন নকলা সংবাদদাতা|| শেরপুরের নকলায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউনিসেফ’র সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর আয়োজনে ২৬ মে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে সকাল ১১টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ বোরহান উদ্দিন।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর জেলা সমন্বয়ক জাহিদুল খান সৌরভ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ছামিউল হক মুক্তা, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মাহবুবুল আলম বিদ্যুৎ, নকলা প্রেস ক্লাবের সভাপতি মোশারফ হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাক্স পড়া, হাত ধোয়ার অভ্যাস, স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি করণীয় সম্পর্কে আলোচনা করেন।

এসময় অন্যান্যের মধ্যে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর জেলার ইনফরমেশন সার্ভিস প্রভাইডার সাঈদ ইমন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, পৌর কাউন্সিলর তোতা মিয়াসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের টিম লিডার ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেসরকারি সংগঠন দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে ইউনিসেফ’র আর্থিক সহযোগিতায় উক্ত প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে উপজেলার ধর্মীয় নেতাদের সঙ্গে কর্মশালা, লোকগানের মাধ্যমে সচেতনতা বাড়ানো, শিক্ষার্থীদের মাঝে ক্লাসরুটিন বিতরণ, উঠান বৈঠক, জনসচেতনতামূলক মাইকিংসহ বিভিন্ন সচেতনতা মূলক পোগ্রাম বাস্তবায়ন করা হবে বলে জানান উপজেলার টিম লিডার আব্দুল্লাহ আল-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *