নকলায় আমের মুকুল ছড়াচ্ছে পাগল করা ঘ্রাণ||সত্যবয়ান

নকলায় আমের মুকুল ছড়াচ্ছে পাগল করা ঘ্রাণ||সত্যবয়ান

নকলা (শেরপুর) থেকে আব্দুল্লাহ আল-আমিন:আয় ছেলেরা, আয় মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ।

পল্লীকবি জসীম উদ্দিনের ‘মামার বাড়ি’ কবিতার উক্তিগুলো বাস্তব রূপ পেতে বাকি রয়েছে আর কিছু দিন।

শীত বিদায় নেয়ার ফলে, ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে। রঙ-বেরঙের সাজে সেজেছে প্রকৃতি, চারিদিকে সবুজের সমাহার। আর তারই মাঝে সবুজ পাতার ফাঁকে উঁকি দিয়েছে সোনালী রঙের আমের মুকুল। মুকুলের মৌ মৌ গন্ধে মুগ্ধ হয়ে উঠছে চার পাশ।

রবিবার (৬ মার্চ) নকলা উপজেলার বিভিন্ন যায়গায় সরেজমিনে দেখা যায়, বসতবাড়ি, রাস্তা-ঘাট, মাঠে-ঘাটে দাঁড়িয়ে থাকা প্রতিটি আম গাছের সবুজ পাতার ফাঁকে বেড় হয়েছে মুকুল। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। চারদিকে ছড়াচ্ছে সেই মুকুলের সুবাসিত পাগল করা ঘ্রাণ।

অপর দিকে মুকুলের পরিপূর্ণতায় বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা। ভাল ফল পাওয়ার আশায় বাগান চাষিরাসহ বসতবাড়িতে থাকা আম গাছের পরিচর্যা শুরু হয়েছে। আবহাওয়ার অবনতি না হলে গত বছরের তুলনায় আমের বাম্পার ফলনের আশায় দিন গুনছেন তারা।

নকলা পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের বাজারদী এলাকার বাসিন্দা প্রকৃতি প্রেমী ফখরুল আমিন সিদ্দিকী জানান, “চলতি বছরে গাছে আমের মুকুল বেশ ভালো দেখা যাচ্ছে। তবে অসময়ে যদি প্রাকৃতিক দূর্যোগ বা বৃষ্টিপাত হয় তাহলে অনেকটা সমস্যায় পড়তে হবে।”

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াদুদ জানান, চলতি আম মৌসুমে এবার উপজেলায় প্রায় গাছে আমের মুকুল আসছে। আমরা অধিক ফলনের লক্ষ্যে ইতিমধ্যে চাষিদের আম গাছের যত্ন নেওয়ার বিষয়ে পরামর্শ দেওয়া শুরু করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *