নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন-সত্যবয়ান

নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন-সত্যবয়ান

নকলা (শেরপুর) প্রতিনিধি||‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে, কাজ করি এক সাথে’- এই প্রতিপাদ্যকে নিয়ে বরাবরের মতো এবারও নানা আয়োজনে দিনটি উদযাপন করছে নকলা উপজেলা প্রশাসন।
সকাল ১১টা নকলা উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নকলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন ।

প্রধান অতিথি নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, দুর্যোগ প্রশমন বিশ্বকে তাক লাগিয়ে এগিয়েছে বাংলাদেশ। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক পরিকল্পনা ও দিকনির্দেশনা দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে এবং মানুষের জীবন যাত্রার মান দিন দিন উন্নতি লাভ করেছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, নকলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জাহাঙ্গীর হোসেন , নকলা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, নকলা উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল,যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিপন ।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন ৩ নং উরফা ইউনিয়নের চেয়ারম্যান ও নকলা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, ৪নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন মুকুল,৬নং পাঠাকাটা ইউনিয়নের চেয়ারম্যান ফয়েজ মিল্লাত, ৭ নং টালকি ইউনিয়নের চেয়ারম্যান বদরুদ্দোজা বদ্দি , ৩ নং উরফা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান।

উপজেলা প্রশাসন পক্ষ থেকে উপস্থিত ছিলেন নকলা উপজেলা নির্বাচন কমিশন অফিসার তারেক আজিজ, নকলা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ, নকলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার এস এম সালেহ উদ্দিন।

নকলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদের সঞ্চালনায় আজকের এই আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *