নকলার পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ে হাত ধোঁয়া দিবস পালিত

নকলা সংবাদদাতা : শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে বিশ্ব হাত ধোঁয়া দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১৫ অক্টোবর) সকালে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালন করা হয়।

এদিন বিদ্যালয়ে গঠিত ক্ষুদে ডাক্তার দলের সদস্যরা সবাইকে সঠিক ভাবে হাত ধোঁয়ার কৌশল হাতে কলমে শিখানোর পাশাপাশি বেশ কয়েক জন শিক্ষক ও শিক্ষার্থীকে সরাসরি সঠিক ভাবে হাত ধোঁয়ে দেয়।

পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম বেনজীর আহাম্মদ-এর সভাপতিত্বে হাত ধোঁয়া দিবস অনুষ্ঠানে সহকারী শিক্ষক মো. ফরিদুুল আলম, মোহাম্মদ মাহবুবুর রহমান, মো. ছাখাওয়াতুল্লাহ, সাবিনা ইয়াসমিন, মীর মোতালেব হোসেন শিপন, মো. বোরহান উদ্দিন, ফিরোজ আহমেদ, মো. আসাদুজ্জামান, তোফায়েল আহমেদ, ফরিদুল ইসলাম, ইসরাত জাহান, নাহিদ সুলতানা, অফিস সহকারি আব্দুল জলিল, ল্যাব সহকারী মনোহর মাহমুদ মিলনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও ব্র্যাক ওয়াশ কর্মসূচীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *