নকলায় ভেজাল শিশুখাদ্য তৈরীর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

নকলায় ভেজাল শিশুখাদ্য তৈরীর অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

নকলা সংবাদদাতা : শেরপুরের নকলা উপজেলাধীন উরফা ইউনিয়নের লয়খা গ্রামে একটি ভেজাল শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও প্রায় দুই লাখ টাকার মালামাল ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২২ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে
বিএসটিআই এর বিভাগীয় ফিল্ড অফিসার অর্ণব চক্রবর্তী ও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

জানা যায়, উক্ত এলাকার বাসিন্দা মো: সুহেল মিয়া দীর্ঘদিন যাবত একটি অবৈধ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বিষাক্ত রঙ ও বিভিন্ন ফলের ফ্লেভার মিশিয়ে শুধু মাত্র ক্যামিক্যাল দিয়ে জুস,লিচু, চকো চকো, বিভিন্ন ফলের ফ্লেভার যুক্ত পাইপ জুসসহ প্রায় ২০ প্রকারের ভেজাল শিশু খাদ্য তৈরি করছে যা শিশুদেহের জন্য অত্যান্ত ক্ষতিকর।

বিএসটিআই এর অনুমোদনহীন অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল শিশু খাদ্য তৈরির অপরাধে কারখানার মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও জন সম্মুখে প্রায় দুই লাখ টাকার মালামাল ধ্বংস করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *