নকলায় দারুল উলুম মাদরাসায় নাজেরা ছাত্রদের ছবক প্রদান সম্পন্ন

নকলায় দারুল উলুম মাদরাসায় নাজেরা ছাত্রদের ছবক প্রদান সম্পন্ন

আব্দুল্লাহ আল-আমিন, নকলা সংবাদদাতা: শেরপুরের নকলায় পৌর শহরের বাসস্ট্যান্ডে অবস্থিত দারুল উলুম মাদরাসার হেফজ ও নাজেরা বিভাগের উদ্যোগে নাজেরা ছাত্রদের ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়ছে।

বৃহস্পতিবার (১৭) আগষ্ট দুপুরদিকে মাদ্রাসা সভাকক্ষে এ ছবক প্রদান করা হয়।

মাদরাসার মুহতামিম মুফতি আনসারুল্লাহ্ তারা আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০ জন ছাত্রদের ছবক প্রদান শেষে দোয়া পরিচালনা করেন ময়মনসিংহ বড় মসজিদের ইমাম ও খতিব আল্লামা আব্দুল হক সাহেব।

এসময় মাদরাসা পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাদরাসার নাজেমে তা’লিমাত মুফতি ফিরদাউস ওয়াহেদী জানান, আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে ২০১৬ সাল হতে কোরআনের আলো ছড়ানো উক্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে নূরাণী,নাজেরা হেফজ ও কিতাব বিভাগে নিয়মিত আবাসিক অনাবাসিক মিলিয়ে তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে। যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি যুগোপযোগী যোগ্য মানুষ গড়ার জন্য মনোরম পরিবেশে আধুনিক পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *