ত্রিশালে ১২ ইউপির ৬টি নৌকার দখলে-সত্যবয়ান

ত্রিশালে ১২ ইউপির ৬টি নৌকার দখলে-সত্যবয়ান

আবু তোরাব,ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধিঃময়মনসিংহের ত্রিশালে ১২ ইউপির ৬টিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা জয়লাভ করেছে। বাকি ছয়টিতে নৌকার বিদ্রোহী ও বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছে।

উপজেলার ধানীখোলা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ মামুনুর রশিদ(নৌকা) ১৩,৯৪২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই বিদ্রোহী প্রার্থী মোঃ আছাদুল্লাহ(ঘোড়া) পেয়েছেন ৫,৭২৭ ভোট।

বৈলর ইউনিয়নে আওয়ামীলীগ এর বিদ্রোহী প্রার্থী মোঃ মশিহুর রহমান শাহানশাহ(নৌকা) ১০,৮৭২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বতন্ত্র প্রার্থী কাজী মোহাম্মদ খালেকুজ্জামান(আনারস) পেয়েছেন ৫,৪১৯ ভোট।

কাঁঠাল ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী(আনারস)৮১০৯৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ শেখ কবীর রাইহান(নৌকা) পেয়েছেন ৫৩৪১ ভোট।

কানিহারী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ শহিদউল্লাহ মন্ডল(নৌকা)৮৬১৫ পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আহমদ আলী পেয়েছে ৫৯৫৯ ভোট।

এছাড়াও,,,,,

রামপুর ইউনিয়নে এক কেন্দ্রের ভোট স্থগিত হওয়ায় ফলাফল স্থগিত রয়েছে।

ত্রিশাল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাকির হোসাইন(নৌকা) ৬,৯৭৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ শাহজাহান পেয়েছেন ৬,৯০৩ ভোট।

হরিরামপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু সাঈদ(চশমা) ৭,৩৭২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ মনোনীত মোঃ মেছবাহুল আলম পেয়েছেন ৪৪০৭ ভোট

সাখুয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু নোমান মোঃ আব্দুল আজিজ(নৌকা) ৯৭৬৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বতন্ত্র প্রার্থী শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া(আনারস) পেয়েছেন ৬৩২৮ ভোট।

বালিপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ বাদল(নৌকা) ১০,৯৬৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল বারী পেয়েছেন আনারস ৯৭৩২ ভোট।

মঠবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ এর বিদ্রোহী প্রার্থী মোঃ আব্দুল কদ্দুছ মন্ডল(আনারস) ৭৭৪৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামীলীগ মনোনীত মোঃ সামছুদ্দিন মন্ডল পেয়েছেন ৫৬৯৫ ভোট।

মোক্ষপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ শামছুদ্দিন(আনারস) ৫২২০ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী
নৌকার বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ শওকত আলী(চশমা) পেয়েছেন ৪১৮১ ভোট।

আমিরাবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ হাবিবুর রহমান ৬৮১১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার বিদ্রোহী প্রার্থী মোঃ আনিছুর রহমান ভুট্টো(আনারস) পেয়েছেন ৪৩৪৪ ভোট।

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এ উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *