তাইজুলের পর মিরাজের আঘাত

তাইজুলের পর মিরাজের আঘাত

অনলাইন ডেস্ক: দ্বিতীয় দিনের প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়লেন শরিফুল ইসলাম। তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের ১ম ইনিংসে ৩১০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ব্যাট হাতে শুরুটা ভালোই করে কিউইরা। অন্যদিকে, উইকেটের খোঁজে ছিল বাংলাদেশ। অবশেষে দেখা মিলেছে উইকেটের।

বোলিংয়ে এসেই দলকে ব্রেক থ্রু এনে দেন তাইজুল ইসলাম। বিরতির পরপরই প্রথম সাফল্য পায় বাংলাদেশ। তাইজুলের ওভারের দ্বিতীয় বলে প্রথমবার সুইপ করতে গিয়ে ব্যর্থ হন টম লাথাম। দুই বল পর লেগ স্ট্যাম্পের ডেলিভারিতে আবার সুইপ খেলেন ল্যাথাম। এবার ধরা। ব্যাটের ওপরের দিকে বল চলে যায় শর্ট ফাইন লেগে। সহজ ক্যাচ নেন নাঈম হাসান। ৩ চারে ২১ রান করে ফেরেন ল্যাথাম।

তবে একপ্রান্ত আগলে রেখেছিলেন ডেভন কনওয়ে। অন্যপাশের আক্রমণের জবাবে সেটেল হতে চেষ্টা করছিলেন। কিন্তু পারলেন না। মিরাজের ওভারেই ধরা খেলেন। অফ স্ট্যাম্পের বাইরে পিচ করে ভেতরে ঢোকা বলে ডিফেন্স করতে গিয়ে বিপদ ঢেকে আনেন। বল তার ব্যাটের ভেতরের কানায় ছুঁয়ে চলে যায় সিলি পয়েন্টে। ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে দারুণ ক্যাচ নেন অভিষিক্ত শাহাদাত হোসেন দিপু।

 

আউট হওয়ার আগে ৪০ বলে ১২ রান করেছেন কনওয়ে। চার নম্বরে নেমেছেন হেনরি নিকোলস। কেন উইলিয়ামসন খেলছেন ২৬ রানে। এখন পর্যন্ত ২৪ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেট না হারিয়ে ৭৮ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *