ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী নীল দল

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী নীল দল

বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল নির্বাচন বর্জন করায় এবং স্বতন্ত্র কোনো প্রার্থী না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ২০২৪ সালের কার্যকরী পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ইকবাল রউফ মামুন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধান নির্বাচন কমিশনার ইকবাল রউফ মামুন বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহারের সময় ছিল। আমাদের কাছে ১৫টি মনোনয়নপত্র জমা পড়েছে।

সবই নীল দলের প্রার্থীদের। আর কোনো দল মনোনয়ন জমা দেয়নি। যেহেতু নীল দলের কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না আমরা তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছি। সাদা দল ২০টি নমিনেশন ফরম নিয়ে গিয়েছিল।

কিন্তু জমা দেয়নি।

কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ১৫টি পদের সব কয়টি পদে নির্বাচিত হয় নীল দলের প্রার্থীরা। সভাপতি পদে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নিজামুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জিনাত হুদা, কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক মাসুদুর রহমান, সহসভাপতি পদে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাইক্রোবায়োলজি বিভাগের ড. মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন- কলা অনুষদের ডিন অধ্যাপক আব্দুল বাছির, টেলিভিশন ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক আবু জাফর মো. শফিউল আলম ভূইয়া, গণিত বিভাগের ড. চন্দ্রনাথ পোদ্দার, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. জিয়াউর রহমান, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের ড. ফিরোজ আহমেদ, আর্থ এন্ড এনভায়রমেন্টাল সায়েন্সেস অনুষদের ড. মো. জিল্লুর রহমান, রোবটিক্স বিভাগের অধ্যাপক লাফিফা জামাল, ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক সিকদার মনোয়ার মোর্শেদ, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. সীমা জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *