ঢাকা অমর একুশে বই মেলায় শেরপুরের দুই কবির বইয়ের মোড়ক উন্মোচন||সত্যবয়ান

ঢাকা অমর একুশে বই মেলায় শেরপুরের দুই কবির বইয়ের মোড়ক উন্মোচন||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার || ঢাকা অমর একুশে বই মেলায় শেরপুরের দুই কবি গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাদারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এর ছড়া গ্রন্থ ‘রূপসী ছড়ার দেশ’ এবং গাঙচিল ঢাকা উত্তর শাখার সাধারণ সম্পাদক এম রাশেদ আরজু’র গল্প গ্রন্থ ‘না বলে চলে যাওয়া’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
২ ফেব্রুয়ারী বুধবার রাতে মোড়ক উন্মোচন মঞ্চে গাঙচিল প্রতিষ্ঠাতা চলচিত্রকার খান আখতার হোসেনের সঞ্চালনায় এ মোড়ক উন্মোচন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কবি রেজাউদ্দিন স্ট্যালিন।
গাঙচিল উপদেষ্টা বিশিষ্ট নাট্যকার আব্দুল আজিজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছড়াকার আতিক হেলাল, কেন্দ্রীয় গাঙচিলের প্রচার সম্পাদক হারুনুর রশিদ, গাঙচিল ময়মনসিংহ ও শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক ও কবি রফিক মজিদ, সংগঠক আবু জাহিদ সাদিক প্রমূখ।
গ্রন্থ দুটি গাঙচিল প্রকাশন থেকে এবারের বই মেলায় প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *