ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অধিক নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম-সত্যবয়ান

ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অধিক নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেলিম-সত্যবয়ান

বুলবুল আহম্মেদ||ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অধিক নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) সেলিম রেজা। ৮নভেম্বর সোমবার দুপুরে প্রার্থীর প্রদান নির্বাচনী কেন্দ্রে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশ আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. রফিকুল ইসলাম মিল্টন ২নং চরশেরপুর ইউনিয়নের ৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ উল্লেখ করেন। কেন্দ্রগুলি হলো,যোগিনীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হেরুয়া বালুরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকের কোন এজেন্ট থাকতে দেবেন না এবং সিল মেরে নিজের পক্ষে ভোট গ্রহণ করবেন বলে প্রতিনিয়তো হুমকি দিচ্ছেন। হুমকি এবং সুষ্ঠ নির্বাচনের প্রতিকার চেয়ে তিনি ওই কেন্দ্রগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ দাবি করে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তর গুলোতে অভিযোগ দায়ের করেছেন।
সুষ্ঠ নির্বাচন হলে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
এসময় মোটরসাইকেল প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট এসএম শহিদুল ইসলামসহ তার কর্মীসমর্থক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *