ঝিনাইগাতী সদর ইউনিয়নের নৌকার মাঝি হতে চান এসএস শহিদুল ইসলাম ভুগোল-সত্যবয়ান

ঝিনাইগাতী সদর ইউনিয়নের নৌকার মাঝি হতে চান এসএস শহিদুল ইসলাম ভুগোল-সত্যবয়ান

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৫ নং ঝিনাইগাতী সদর ইউনিয়নের নৌকার মাঝি হতে চান আওয়ামীলীগ নেতা এসএস শহিদুল ইসলাম ভুগোল। এসএস শহিদুল ইসলাম ভুগোল উপজেলার রামেরকুড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আলহাজ আবুল হোসেন সরকারের ছেলে। শিক্ষাগত যোগ্যতায় বিএ(অর্নাস) এমএ।এসএস শহিদুল ইসলাম ভুগোল ১৯৮৫ সালের ১৫ আগষ্ট ছাত্রলীগে যোগদানের মধ্যে দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। অত:পর ১৯৯১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক পদে দ্বায়িত্ব পালন করেন। ২০০৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ঝিনাইগাতী সদর ইউনিয়নের ১নং ওর্য়াডের যুবলীগের সভাপতির দ্বায়িত্ব পালন করেন। বর্তমানে ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন। নিজস্ব ব্যবসা বাণিজ্যর পাশাপাশি তিনি ঝিনাইগাতী উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান হিসেবে সেবা দিয়ে আসছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইগাতী সদর ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশা করেন এসএস শহিদুল ইসলাম ভুগোল। সেই প্রেক্ষিতে তিনি আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মি ও সাধারণ জনগণের সহযোগীতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *