ঝিনাইগাতীর গজনী অবকাশকে দৃষ্টি নন্দন করতে ঝুলন্ত ব্রীজ ও ক্যাবল কারের ভিত্তি প্রস্তর স্থাপন-সত্যবয়ান

ঝিনাইগাতীর গজনী অবকাশকে দৃষ্টি নন্দন করতে ঝুলন্ত ব্রীজ ও ক্যাবল কারের ভিত্তি প্রস্তর স্থাপন-সত্যবয়ান

হারুন অর রশিদ দুদু : প্রাকৃতিক সৌন্দর্য আর ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করতে গারো পাহাড় পাদ দেশে অবস্থিত শেরপুরের ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্রে আধুনিক ডিজাইনে নির্মিত হচ্ছে ঝুলন্ত ব্রীজ ও ক্যাবল কার। ১ অক্টোবর শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে ব্রীজ ও ক্যাবল কার নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমশিনার (ভূমি) জয়নাল আবেদিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অবকাশ ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারী ছানোয়ার হোসেন, ইউপি সদস্য আব্দুর রশিদ, মিনি চিড়িয়া খানার ইজারাদার ফরিদ আহম্মেদ সহ অবকাশের সকল ব্যবসায়ী বৃন্দ। জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, গজনী অবকাশকে দৃষ্টি নন্দন করতে এবং ভ্রমণ পিপাসুদের আকর্ষণ বাড়াতে ৩০ লক্ষ টাকা ব্যায়ে ঝুলন্ত ব্রীজ ও ক্যাবল কার তৈরী করা হচ্ছে। আর এটি নির্মাণ করছেন, সীমান্ত এন্টার প্রাইজের ব্যানারে মিনি চিড়িয়া খানার ইজারাদার মোঃ ফরিদ আহম্মেদ। এছাড়া আসছে শীত মৌসুমকে সামনে রেখে অবকাশের সৌন্দর্য বাড়াতে নেয়া হচ্ছে নানান উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *