ঝিনাইগাতীতে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন||সত্যবয়ান

ঝিনাইগাতীতে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন||সত্যবয়ান

ঝিনাইগাতী শেরপুর প্রতিনিধি|| শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার পাগলার মোড় আর.এইচ.ডি শালধা (রাস্তা চেইনেজ ০০-১৪০০ মি:) ও তিনআনী মারুয়াপাড়া (রাস্তা চেইনেজ ৩০০০-৪৫৭৫ মি:) রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২০ মার্চ) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। এসময় তিনি বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে। ঝিনাইগাতী উপজেলার পাগলার মোড় আর.এইচ.ডি শালধা ও তিনআনী মারুয়াপাড়া রাস্তার উন্নয়ন কাজ শেষ হলে কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং যাতায়াতের সুবিধা হবে।

এসময় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান পিপিএম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, আওয়ামী নেতা একেএম বেলায়েত হোসেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী ও জেলা পরিষদ সদস্য আয়শা সিদ্দিকা রুপালী প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, এলজিইডির বাস্তবায়নে রাস্তা দুটির উন্নয়ন কাজে ব্যয় ধরা হয়েছে- প্রায় তিন কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *