জেলা পরিষদ নির্বাচন:  চেয়ারম্যান ও সদস্য পদে জয়ী হলেন যারা||সত্যবয়ান

জেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান ও সদস্য পদে জয়ী হলেন যারা||সত্যবয়ান

স্টাফ রিপোর্টার||সীমান্তবর্তী জেলা শেরপুরে শান্তিপূর্ণভাবে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী হয়েছেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, প্রশাসক ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র আ’লীগ নেতা এবং বিদ্রোহী প্রার্থী হুমায়ন কবির রুমান।

সোমবার (১৭ অক্টোবর) ভোটগ্রহণ শেষে বেলা আড়াইটার দিকে বেসরকারীভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী হুমায়ন কবির রুমান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল আনারস প্রতীকে পেয়েছেন ১৮৭ ভোট। এছাড়া অপর প্রার্থী জাকারিয়া বিষু চশমা প্রতীকে পেয়েছেন ৫ (পাঁচ) ভোট। বাতিল কৃত ভোট ১ একটি।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে নির্বাচনের ভোটগণনা শেষে এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।

তথ্যমতে, এদিকে জেলার সংরক্ষিত ২টি নারী সদস্যের মধ্যে ১নং ওয়ার্ডে (শেরপুর সদর ও শ্রীবরদী) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নি।

২নং ওয়ার্ডে (নালিতাবাড়ী, ঝিনাইগাতি ও নকলা) থেকে দোয়াত কলম প্রতীকে ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উম্মে কুলসুম রেনু।

এছাড়াও সদস্য পদে শেরপুর সদরে বৈদ্যুতিক পাখা প্রতীকে ৭৪ ভোট পেয়ে মুছা মিয়া, ঝিনাইগাতিতে হাতি প্রতীকে ৫৮ ভোট পেয়ে আবু তাহের, শ্রীবরদীতে তালা প্রতীকে ১০১ ভোট পেয়ে মাহমুদুল হাসান, নালিতাবাড়ীতে হাতি প্রতীকে ৯৬ ভোট পেয়ে হাফিজুর রহমান খোকন এবং নকলায় তালা প্রতীকে ৬৪ ভোট পেয়ে সানোয়ার হোসেন ছানু বিজয়ী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *