জামালপুরে করোনা পরিস্থিতি-সত্যবয়ান

জামালপুরে করোনা পরিস্থিতি-সত্যবয়ান

এ,এস,পলাশ,জামালপুর: জামালপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূএে,জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮২ টি নমুনা পরীক্ষায় ১৬ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলার স্থায়ী নিবাসীর ১৬ টি নমুনা পরীক্ষায় ৭ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ৫২ টি নমুনা পরীক্ষায় ৫ জন অর্থাৎ মোট ১৫০ টি নমুনা পরীক্ষায় আরও মোট ২৮ জন (জামালপুর সদর- ১৫ জন, সরিষাবাড়ী- ৮ জন, দেওয়ানগঞ্জ- ২ জন ও বকশীগঞ্জ- ৩ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ৪৭৮৯ জন।

সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর- নান্দিনা বাজার, পিয়ারপুর, নান্দিনা, চরশী কান্দারপাড়া, শ্রীপুর কুমারিয়া ২ জন, বানিয়া বাজার, বোষপাড়া, শেখেরভিটা, পুলিশ লাইন ২ জন, কাছারীপাড়া, ফুলবাড়িয়া ২ জন ও শরীফপুর।
সরিষাবাড়ী- বিলবালিয়া, সরিষাবাড়ী, সাতপোয়া ২ জন, মানিক পটল, জগন্নাথগঞ্জ ঘাট, চাপারকোণা ও নরপাড়া।
দেওয়ানগঞ্জ- দেওয়ানগঞ্জ ও চিকাজানী।
বকশীগঞ্জ- সূর্যনগর পূর্বপাড়া, টুপকার চর ও বকশীগঞ্জ।

সর্বশেষ সুস্থ ২১ জন (জামালপুর সদর- ১৫ জন, মেলান্দহ- ২ জন, সরিষাবাড়ী- ৩ জন ও দেওয়ানগঞ্জ- ১ জন)।
সর্বমোট সুস্থ ৪২৫৯ জন।

সর্বশেষ মৃত্যু ১ জন (সরিষাবাড়ী উপজেলা)।
ঠিকানা- পুঠিয়ার পাড়, সরিষাবাড়ী, জামালপুর, বয়স- ৫০ বছর, লিঙ্গ- নারী, নমুনা সংগ্রহ- ০৮/০৮/২০২১, নমুনা পরীক্ষা- ০৮/০৮/২০২১, মৃত্যু- ১২/০৮/২০২১ (হোম)।
সর্বমোট মৃত্যু ৯১ জন।

সর্বশেষ রেফার্ড ০ জন।
মোট রেফার্ড ৪১ জন।

সর্বশেষ নমুনা সংগ্রহ- ১৩২ টি।
সর্বমোট নমুনা সংগ্রহ- ৩৪৯২৭ টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *