জামালপুরে আরো ২২ জনের কোভিড- ১৯ শনাক্ত-সত্যবয়ান

জামালপুরে আরো ২২ জনের কোভিড- ১৯ শনাক্ত-সত্যবয়ান

এ,এস,পলাশ,জামালপুর জেলা প্রতিনিধি||জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮২ টি নমুনা পরীক্ষায় ১১ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলার স্থায়ী নিবাসীর ১৮ টি নমুনা পরীক্ষায় ৫ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ৪০ টি নমুনা পরীক্ষায় ৬ জন অর্থাৎ মোট ১৪০ টি নমুনা পরীক্ষায় আরও মোট ২২ জন (জামালপুর সদর- ৮ জন, মেলান্দহ- ৩ জন, মাদারগঞ্জ- ২ জন, দেওয়ানগঞ্জ- ৩ জন ও বকশীগঞ্জ- ৬ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ৪৯০৮ জন।

সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর- বারুয়ামারী, শুকুরকূড়া, সদর, পীরগঞ্জ, মেষ্টা, চন্দ্রা ২ জন ও মিয়াপাড়া।
মেলান্দহ- কাংগালকূর্শা ও মেলান্দহ ২ জন।
মাদারগঞ্জ- ইলিশামারী ২ জন।
দেওয়ানগঞ্জ- কলকিহারা, খড়মা ও মুরাদাবাদ।
বকশীগঞ্জ- জালুপাড়া, দত্তের চর, কাশিমার চর, সীমারপাড়া ২ জন ও কলিকাকূড়া।

সর্বশেষ সুস্থ ৪৯ জন (জামালপুর সদর- ১৪ জন, মেলান্দহ- ৭ জন, মাদারগঞ্জ- ১ জন, ইসলামপুর- ৮ জন, সরিষাবাড়ী- ১৩ জন ও বকশীগঞ্জ- ৬ জন)।
সর্বমোট সুস্থ ৪৫৪৯ জন।

সর্বশেষ মৃত্যু ০ জন।
সর্বমোট মৃত্যু ৯১ জন।

সর্বশেষ রেফার্ড ০ জন।
মোট রেফার্ড ৪১ জন।

সর্বশেষ নমুনা সংগ্রহ- ১২২ টি।
সর্বমোট নমুনা সংগ্রহ- ৩৫৭৯৩ টি।
সর্বশেষ নমুনা পরীক্ষা- ১৪০ টি।
সর্বমোট নমুনা পরীক্ষা- ৩৫৭৭৩ টি।
নমুনা পরীক্ষা পেন্ডিং- ২০ টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *