জাতীয় কবি কাজী নজরুল ইসলাম  বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন কৃষিবিদ ড. হুমায়ুন কবীর -সত্যবয়ান

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন কৃষিবিদ ড. হুমায়ুন কবীর -সত্যবয়ান

আবু তোরাব,ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধি ||জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।

বৃহস্পতিবার (০৭অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় নতুন কর্মস্থল রেজিস্ট্রার পদে যোগদান করেন তিনি। যোগদান শেষে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও নজরুল ভাস্কর্যে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন চালানোর জন্য সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ড. হুমায়ুন কবীর ২০১০ সালে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। পরে ভিসির পিএস হিসেবেও কাজ করেন তিনি। ২০১১ সাল থেকে সাড়ে আট বছর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন। পদোন্নতি পেয়ে বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ রেজিস্ট্রারের দায়িত্ব পেলেন তিনি। ড. হুমায়ুন কবীর কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার কৃতী সন্তান। তার নিজ এলাকা থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করার পর ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *