গ্রামের মধ্যে শহরের ছোয়া লাগালেন ইউপি চেয়ারম্যান রিটন-সত্যবয়ান

গ্রামের মধ্যে শহরের ছোয়া লাগালেন ইউপি চেয়ারম্যান রিটন-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার:“গ্রামের মধ‍্যে শহরের ছোয়া সবই হলো আপনাদের দোয়া আলোকিত নন্নীতে আপনাকে স্বাগতম এস্লোগানকে ধারন করে (১৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ২নং নন্নী ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে “আলোকিত নন্নী প্রকল্পের আওতায় পল্লীবিদ‍্যুতের খুটিতে নির্মিত ১০০ ওয়াটের ১৯টি এলইডির রোড লাইট একযোগে শুভ উদ্বোধন করেন ২নং নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন।

ব‍্যাতিক্রমী এ প্রকল্পে প্রায় দুই লাখ টাকার বেশী খরচ হয়েছে বলে জানা গেছে। জনকল‍্যান ও মহতি একাজে চেয়ারম্যানকে ধন‍্যবাদ জানান উপস্থিত অনেকেই।

এ সময় উপস্থিত ছিলেন-নন্নীবাজারের বিশিষ্ট ব‍্যবসায়ী আঃ রফিক, মোফাচ্ছেল হোসেন, সমাজ সেবক মোস্তাফিজুর রহমান আব্দুল্লাহ, শিক্ষক নেছার উদ্দিন, আজহারুল ইসলাম, শওকত আলী, ইউপি সচিব আঃ আউয়াল, ইউপি মেম্বার ও সাংবাদিক সহ অন‍্যান‍্য ব‍্যাক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন-নন্নীবাজার মার্কাজ মসজিদের ইমাম ও খতিব মাওঃ সালমান মুনির।

এ ব‍্যাপারে ইউপি চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান লিটন জানান-আমি শাসক নই সেবক হতে চাই। ব‍্যবসায়ীদের সুবিধার্থে নন্নীবাজারকে আলোকিত করেছি। জনগণের দোয়া,ভালবাসা আর সমর্থন পেলে আগামীতে সাড়া ইউনিয়নকে আলোকিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *