কোরআন শিক্ষার ফেরিওয়ালা:আতিকুর রহমান||সত্যবয়ান

কোরআন শিক্ষার ফেরিওয়ালা:আতিকুর রহমান||সত্যবয়ান

নকলা,(শেরপুর) প্রতিনিধিঃ মানুষকে কোরআনের শিক্ষা দিয়ে আনন্দ পান শেরপুরের নকলা উপজেলাধীন ১ নং গণপদ্দী ইউনিয়নের কিংকরপুর গ্রামের বাসিন্দা ক্বারী মাওঃ আতিকুর রহমান। তবে কোরআন পড়ানোর জন্য কোনও পারিশ্রমিক নেন না তিনি।

জানা যায়, রমজান মাস শুরু হওয়ার পর থেকে প্রতিদিন দুপুরে নকলা পৌর শহরের মধ্য বাজারে মাসজিদুল হাবিবে শিশুসহ বিভিন্ন বয়সী পুরুষদের কোরআন শেখান তিনি।

বিনা সম্মানীতে পড়ানো প্রসঙ্গে ক্বারী আতিকুর রহমান বলেন, “যখন কোরআনে দীক্ষা নিয়েছি তখন আমাদের শিক্ষক একদিন বলেন, ‘যে নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অন্যকে শিক্ষা দেয় সে রাসূল (সা.)-এর কাছে উত্তম ব্যক্তি।’ তখন থেকে মানুষকে টাকা ছাড়া কোরআন পড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম এবং যতদিন বেঁচে থাকবো ততদিন বিনা পারিশ্রমিকে কোরআন শিক্ষাদানের কাজটি করে যেতে চাই ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *