কোনধরনের বিশৃঙ্খলা ছাড়াই শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় শেরপুরবাসীকে ধন্যবাদ জানালেন পুলিশ সুপার||সত্যবয়ান

কোনধরনের বিশৃঙ্খলা ছাড়াই শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় শেরপুরবাসীকে ধন্যবাদ জানালেন পুলিশ সুপার||সত্যবয়ান

বুলবুল আহম্মেদ||শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় শেরপুর জেলাবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

শেরপুরের ১৫৪ টি পূজামণ্ডপে যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রুখে দিয়ে সম্পূর্ন শান্তিপূর্ণভাবে পূজা আয়োজন সম্পন্ন করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শেরপুর জেলা পুলিশকে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও পুলিশ সুপার অকুন্ঠ কৃতজ্ঞতা জানিয়েছেন।

শেরপুর জেলা পুলিশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, জনগণের সহযোগিতা ছাড়া আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা কঠিন কাজ। শেরপুরবাসীর আন্তরিকতাপূর্ন সহযোগিতা মনোভাব দুর্গাপূজা উৎসবকে যেমন শান্তিপূর্ণভাবে আয়োজন সহযোগিতা করেছে, এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনগণকে সাথে নিয়েই জনগণের জীবন ও সম্পত্তি রক্ষার অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে জনসেবায় এগিয়ে চলবে শেরপুর জেলা পুলিশ।

শারদীয় এই দুর্গাপূজা উৎসবকে শান্তিপূর্ণ করতে শেরপুর জেলা পুলিশের সকল ইউনিট, স্থানীয় জনপ্রতিনিধিগণ, শেরপুর জেলা প্রশাসন, জেলা আনসার ও ভিডিপি, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সকল ইউনিট একযোগে ‘টিম শেরপুর’ হিসেবে কাজ করেছে। সকলের সম্মিলিত এই প্রয়াসের মাধ্যমেই শান্তিপূর্ণ এমন আয়োজন সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *