করোনায় মৃত্যু নেই যেসব বিভাগে-সত্যবয়ান

করোনায় মৃত্যু নেই যেসব বিভাগে-সত্যবয়ান

নিজস্ব প্রতিবেদক||করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীসহ সারাদেশে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ দুইজন ও নারী দুইজন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০৫ জনে।

বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী, মৃতদের মধ্যে ঢাকা বিভাগে দুইজন এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন। বাকি পাঁচ বিভাগ- খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ কেউ মারা যাননি।

শুক্রবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দেশে গত বছরের ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়। আজ (২২ অক্টোবর )পর্যন্ত এই বেড়ে দাঁড়িয়েছে মোট ২৭ হাজার ৮০৫ জনে।

দেশের আট বিভাগের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২ হাজার ১২৪ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ হাজার ৬৪৫ জন, রাজশাহী বিভাগে দুই হাজার ৩৮ জন, খুলনা বিভাগে তিন হাজার ৫৮৮ জন, বরিশাল বিভাগে ৯৪৫ জন, সিলেট বিভাগে এক হাজার ২৬১ জন, রংপুর বিভাগে এক হাজার ৩৬২ জন ও ময়মনসিংহ বিভাগে ৮৪২ জনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *