ইউরোপীয় ইউনিয়নের ১৮ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া||সত্যবয়ান

ইউরোপীয় ইউনিয়নের ১৮ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া||সত্যবয়ান

আন্তর্জাতিক ডেস্ক ||ইউরোপীয় ইউনিয়ন থেকে ১৮ জন রুশ কূটনীতিককে শুক্রবার (১৫ এপ্রিল) বহিষ্কারের ঘোষণা দিয়েছে রাশিয়া। বেলজিয়াম থেকে ১৯ জন  রুশ কূটনীতিককে বহিষ্কারের পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়া এ সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,  যত দ্রুত সম্ভব এই ১৮ জন  কূটনীতিককে রাশিয়া ছেড়ে চলে যেতে হবে। 

ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদ হিসেবে একের পর এক নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর জারি করে  আসছিল পশ্চিমা দেশগুলি। গত মার্চ মাসের শেষের  দিকে আয়ারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং চেক রিপাবলিক সমন্বিতভাবে রুশ কূটনীতিককে বহিস্কার করে। তারা মোট ৪৩ জন রুশ কূটনীতিককে গুপ্তচরবৃত্তির সন্দেহে বহিস্কার করে। 

এরপর গত ৫ এপ্রিল ইউরোপীয় ইউনিয়ন ১৯ জন  রুশ দূতাবাস কর্মীকে  তাদের কূটনৈতিক মর্যাদার বিপরীত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করে। তখন তাদের বেলজিয়াম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়া হয়। 

রাশিয়ার এই সিদ্ধান্তকে ‘অন্যায়থ বলে অভিহিত করেছে ইইউ। তারা বলেছে, ‘মস্কোর নেওয়া এই সিদ্ধান্ত একেবারেই অযৌক্তিক। আমাদের  পাল্টা জবাব দিতেই রাশিয়া এমন পদক্ষেপ নিয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *