আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন||সত্যবয়ান

আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন||সত্যবয়ান

মুহাম্মদ আবু হেলাল,ঝিনাইগাতী সংবাদদাতা: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ৩ অক্টোবর সোমবার বৈরী আবহাওয়া আর থেকে থেমে বৃষ্টিকে উপেক্ষা করে সকাল ১০ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত বিরতীহীণ ভাবে এ নির্বাচনে ভোট গ্রহন চলে। উক্ত নির্বাচনে ৩১৩ জন ভোটারের বিপরীতে অভিভাবক সদস্য পদে-১০ জন, অভিভাবক সদস্য মহিলা(সংরক্ষিত) পদে-৩জন, শিক্ষক প্রতিনিধি পদে-৩ জন সহ মোট ১৬ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেন। বিনা প্রতিদ্বন্ধিতায় সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হওয়ায় উক্ত পদে নির্বাচন হয়নি। সরাসরি ভোটে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়েছেন, কাজল মাহমুদ (প্রাপ্ত ভোট-১৭০), মো. জয়নাল আব্দীন (প্রাপ্ত ভোট-১৩৮),মো. মহিজল হক(প্রাপ্ত ভোট-১৩৫),শাহজাহান(প্রাপ্ত ভোট-৮১)। অভিভাবক সদস্য (সংরক্ষিত) পদে মোছা. জান্নাতারা (প্রাপ্ত ভোট-১৪৯), নিকটতম প্রতিদ্বন্ধি ছালেমা প্রাপ্ত ভোট-৯৬। শিক্ষক প্রতিনিধি পদে নুরুজ্জামান (প্রাপ্ত ভোট-৯)এবং মো. ইব্রাহিম খলিল(প্রাপ্ত ভোট-৮)পেয়ে নির্বাচিত হন। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল। তাকে সার্বিক ভাবে সহযোগী করেন, প্রধান শিক্ষক চানক্য সরকার, থানার এসআই ফরিদ উদ্দিন, এএসআই আতিকুর রহমান সহ পুলিশ সদস্যরা। উক্ত নির্বাচন পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফারুক আল মাসুদ। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবশেষে শেষ হলো আয়নাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *