আজ ৭ ডিসেম্বর শেরপুর পাক হানাদার মুক্ত দিবস-সত্যবয়ান

আজ ৭ ডিসেম্বর শেরপুর পাক হানাদার মুক্ত দিবস-সত্যবয়ান

স্টাফ রিপোর্টার ||আজ ৭ ডিসেম্বর মঙ্গলবার শেরপুর পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সনের এই দিনে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে মিত্র বাহিনীর সহায়তায় মুক্তিযোদ্ধারা শেরপুর অঞ্চলকে পাক হানাদার মুক্ত করে। এদিন মিত্র বাহিনীর সর্বাধিকনায়ক জেনারেল জগজিৎ সিং অরোরা শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এক সংবর্ধনা সভায় শেরপুরকে পাক হানাদার মুক্ত অঞ্চল বলে ঘোষণা দেন। এ সংবর্ধনা সভায় মুক্ত শেরপুরে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়।
১৯৭১ সনের ৭ মার্চের বঙ্গবন্ধুর ঘোষণা শেরপুর বাসীকে পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি গ্রহণে উদ্ধুদ্ধ করে এবং স্বাধীনতাকামী জনতা যে কোনো বিনিময়ে হানাদার বাহিনীকে মোকাবেলা করার দৃঢ় প্রত্যয়ে দৃপ্ত হয়। ২৬ এপ্রিল পাক হানাদার বাহিনী ব্যাপক মর্টার শেলিং এর মাধ্যমে শেরপুর শহরে শনি বিগ্রহের মন্দিরের পুরোহিতকে গুলি করে হত্যা করার মধ্যে দিয়ে প্রবেশ করে। পাক সেনারা দালালদের সহায়তায় শহরের দোকানপাট লুটপাট, অগ্নিসংযোগ, দখল ও নির্মমভাবে হত্যাসহ ধর্ষণ প্রভূতি অত্যাচার করতে থাকে। ১১নং সেক্টর কর্নেল আবু তাহেরের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা মিত্র বাহিনীর সহায়তায় লড়াই চালিয়ে আসছিল। ২৪ অক্টোবর কামালপুরে অবরোধ শুরু হয়। এই আক্রমণের রণকৌশল ছিল ভিন্ন ধরনের। ১৩ নভেম্বর কর্ণেল তাহের কামালপুরের উপর পূর্ণ আক্রমনের নির্দেশ দেন। কারণ কর্ণেল তাহেরের নেতৃত্বাধীন ১১নং সেক্টরের মূল পরিকল্পনা ছিল কামালপুর, শেরপুর, জামালপুর এবং টাঙ্গাইলের উপর ক্রমানুযায়ী আক্রমণের মাধ্যমে এগিয়ে যাওয়া, যাতে করে ঢাকায় চূড়ান্ত আঘাত হানা যায়। ১৪ নভেম্বর ভোরে আবার যুদ্ধ শুরু হলে শেরপুর বকশীগঞ্জ সড়কের মাঝপাড়ায় মুক্তিযোদ্ধাদের আক্রমণে দুই প্লাটুন সৈন্যসহ পাক বাহিনীর মেজর আইয়ুব নিহত হয়। পাক বাহিনীর কামানের গোলার আঘাতে এ দিন সেক্টর কমান্ডার কর্ণেল আবু তাহের আহত হয়ে একটি পা হারান। কর্ণেল আবু তাহের যুদ্ধ আহত হবার পর মুক্তিযোদ্ধাদের মনোবল একটুও কমেনি। কামালপুরের যুদ্ধ যখন তুঙ্গে ঠিক ওই সময় অর্থ্যাৎ ২৪ নভেম্বর শেরপুর সদর থানার সূর্যদ্দী গ্রামে পাক হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাসহ ৪৭ জন নিরীহ গ্রামবাসীকে নৃশংসভাবে হত্যা করে। মুক্তিযোদ্ধাদের অব্যাহত অবরোধের মুখে ৪ ডিসেম্বর কামাল পুর ঘাঁটির পাক বাহিনী আত্মসমর্পণ করে। এদিকে কামালপুরের দূর্গ পতনের পর পাক বাহিনীর মনোবল ভেঙ্গে পড়ে। শালচূড়া ক্যাম্প থেকে আহাম্মদ নগরের ঘাঁটির পাক সেনারা পিছু হটতে থাকে। তারা ৬ ডিসেম্বর গভীর রাতে শেরপুর থেকে পিছু হটে জামালপুরের পাক সেনাদের বড় দূর্গ পি,টি,আই ক্যাম্পে গিয়ে জমায়েত হয়। এভাবে রাতের আধারে শেরপুর পাক বাহিনীর কবল থেকে মুক্ত হয়। ৭ ডিসেম্বর, ১৯৭১ সালে শেরপুর মুক্ত হয়। ওই দিন মিত্র বাহিনীর সর্বাধিনায়ক পূর্বাঞ্চলীয় কমান্ডার লেঃ জেনারেল জগজিৎ সিং অরোরা হেলিকপ্টার যোগে সকাল ৯টার দিকে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে অবতরন করেন। পরে শেরপুর পৌর পার্কে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এবং শেরপুরকে পাক হানাদার মুক্ত অঞ্চল বলে ঘোষণা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *