আওয়ামী লীগ সরকার জনগণের উন্নয়নে কাজ করে : পরিকল্পনামন্ত্রী

আওয়ামী লীগ সরকার জনগণের উন্নয়নে কাজ করে : পরিকল্পনামন্ত্রী

অনলাইন ডেস্ক:  পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘নতুন সরকার যদি ভিন্ন সরকার হয়, এসেই প্রথমে আগের সব কাজ দূরে ফেলে দেবে। নতুন সরকার প্রতিহিংসায় অনেক কাজ বন্ধ করে দেয়। এতে দেশের ক্ষতি হয়। দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে।’

শনিবার সকালে শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের ভবন সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চলমান আন্দোলনের মধ্যে সুষ্ঠু নির্বাচন কতটুকু সম্ভব- এ প্রশ্নে মন্ত্রী বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচন পুরোপুরি সম্ভব। জনগণ দেশের উন্নয়ন চায়। আওয়ামী লীগ সরকার জনগণের উন্নয়নে কাজ করে। সব জায়গায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। সুষ্ঠু নির্বাচনে কোনো বাধা নেই। নির্বাচনের আইন আছে, সেগুলো মানতে হবে। এই সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

একনেক বৈঠকে নতুন অনেক প্রকল্প অনুমোদন হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘কোনো প্রকল্পের সরাসরি কাজ আমরা এখন করতে পারব না। নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এই সময়ে আমরা কোনো কাজ করতে পারব না। ২-৩ মাস অপেক্ষা করতে হবে। নতুন সরকার আসলে সেই সরকার কাজগুলো করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *