‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে : ইসি রাশেদা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে : ইসি রাশেদা

নিজস্ব প্রতিবেদক:  নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, ‘নির্বাচন কমিশন কোনো চাপে নেই। আর আমরা চাপে বিশ্বাসও করি না। আমাদের যতটুকু করণীয়, যেভাবে করণীয়, সংবিধানকে সমুন্নত রেখে সেই কাজ করে যাচ্ছি।’

দেশের আইন-শৃঙ্খলা নিয়ে ইসি রাশেদা বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

সামনে আরো ভালো হবে। আমি নিজেও এখানে এসেছি। কোনো অসুবিধা হয়নি। এর থেকে বেশি কিছু বলতে চাই না।

দ্বাদশ নির্বাচনে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীফামারী জেলার মাঠ পর্যায়ের প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন ইসি রাশেদা।

সাংবাদিকদের নিয়ে তিনি বলেন, ‘সাংবাদিকরা সমাজের বড় একটা ভূমিকা পালন করেন। তথ্য আপনারাই তুলে আনেন। আমরা চাই, কোথায় কী ঘটছে, সংঘর্ষ হচ্ছে তা আপনারা ক্যামেরায় তুলে আনবেন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীফামারী জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচনসংশ্লিষ্ট অন্য কর্মকর্তাগণের সমন্বয়ে সভা করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *