অস্থির সময়  রফিক মজিদ

অস্থির সময় রফিক মজিদ

কী এক অস্থির সময়
বয়ে বেড়াচ্ছি আমরা।
সামনের দিনগুলোতে হয়তো-
নিঃশ্বাস ফেলতেও
অনুমতি লাগবে জগৎপতিদের।
পাখিদের উড়তেও লাগবে অনুমতি
গাছের মগ ডালে বসে
ডানা ঝাপটাতেও লাগবে ছারপত্র।
ভূগোল, পদার্থ আর রসায়নের
সজ্ঞার পরিবর্তন হবে
অপশক্তির দাপটে!
ঝড়, জলৎচ্ছাস, দাবানল, ভূ-কম্পও হয়তো
থেমে যাবে সেই অপশক্তির কাছে।
অক্সিজেনহীন হয়ে পড়বে
নদী, সাগর-মহাসগরের জল।
ভালোবাসার বদলে হিংসা আর ক্রোধের
অট্টালিকায় ভরে উঠবে পৃথিবী।
অপশক্তিরাও ভুলে যাবে-
বায়ান্ন-একাত্তরের কথা।
মায়ের ভাষা কেড়ে নিতে পারিনি
যে হায়েনার দল
স্বাধিকারও রুখতে পারেনি
সেই দানবরূপী হায়েনারা।
অস্থির সময় শেষ হবেই একদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *