অসহায় ক্রীড়াবিদদের মাঝে অনুদানের চেক বিতরন করলেন ডিসি সাহেলা আক্তার||সত্যবয়ান

অসহায় ক্রীড়াবিদদের মাঝে অনুদানের চেক বিতরন করলেন ডিসি সাহেলা আক্তার||সত্যবয়ান

বুলবুল আহম্মেদ|| যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ধীন বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে অস্বচ্ছল আহত ও অসমর্থ ক্রীড়াবিদ/ক্রীড়াসেবীদের ২০২১-২২ অর্থবছরের বরাদ্ধকৃত প্রতিমাসে ২হাজার টাকা হারে বছরে ২৪ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরন করা হয়েছে। ৩ অক্টোবর সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আহত, অস্বচ্ছল ক্রীড়াবিদ/ক্রীড়া সেবীদের হাতে চেক তুলে দেন শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার।

এসময় জেলার ৭জন অস্বচ্ছল আহত ক্রীড়াবিদ/ক্রীড়াসেবীদের মাঝে ২৪ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৬৮ হাজার টাকার চেক প্রদান করা হয়।

চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, শাহাদাৎ বরনের মাত্র ৯ দিন পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহায় দুস্থ অস্বচ্ছল ক্রীড়াসেবীদের কল্যাণার্থে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধুর হাতে গড়া এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুকতাদিরুল আহমেদ, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ সরকারসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *