অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন : পররাষ্ট্রমন্ত্রী

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রবাসীদের এনআইডি কার্ডের জটিলতা নিরসন ও বিমানবন্দরে হয়রানি রোধসহ তাদের ইন্সুরেন্সের আওতায় এনে মরদেহ যাতে ঝামেলা বিহীন দেশে আনা যায় সেই লক্ষে কাজ করছে বর্তমান সরকার।

সোমবার দোহার প্লাজা ইন হোটেলে জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন ও সরকার। কাজেই এখন আর নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই।

সংগঠনের উপদেষ্টা বোরহান উদ্দিন শরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। সিরাজুল ইসলাম শাহিন ও ফয়েজ আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী বাবুসহ অন্যন্যারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *