বুলবুল আহম্মেদ শেরপুর:শেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শরাফত আলীকে দলীয় ও সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে। ৩১ জানুয়ারি রবিবার সন্ধ্যায় শেরপুর পৌর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি সাধারণ সম্পাদক প্রকাশ দত্তের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়। জানা যায়, স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্ত অমান্য করে শেরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী সদ্য বহিষ্কৃত প্রার্থীর পক্ষে সরাসরি কাজ করায় তার এ দলীয় ও সদস্য পদ থেকে বহিস্কার করা হয়। সেইসাথে বহিস্কৃত নেতা মোঃ শরাফত দলীয় পদ ব্যবহার করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।