আমিরুল ইসলাম,নালিতাবাড়ী (শেরপুর):শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পৌরশহরের শহিদ মিনার চত্বরে রোববার বিকেলে ৭ মার্চ উপলক্ষে থানা পুলিশের উদ্যোগে সারাদেশের মত বঙ্গবন্ধুর ভাষন প্রচার ও বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হওয়ায় আলোচনা সভার আয়োজন করা হয়। নালিতাবাড়ী থানা পুলিশের পক্ষ থেকে উক্ত কর্মসূচিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু,ভাইস-চেয়ারম্যান আমিনুল ইসলাম,পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক,সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস,সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর হোসেন,
ওসি বছির আহমেদ বাদল সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।