বুলবুল আহম্মেদ শেরপুর :করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার সকালে শেরপুর পৌর শহরের মাধবপুর মহল্লার বিশিষ্ট শিক্ষা ও ইতিহাসবিদ মরহুম পন্ডিত ফসিউর রহমানের মেজো ছেলে ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক নেতা শরিফুর রহমানের বড় ভাই রফিকুর রহমান (৬৩) ও স্ত্রী আম্বিয়া বেগম (৫০) শ্বাসকষ্ট জনিত সমস্যায় ৪ ঘন্টার ব্যবধানে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তাহাদের এ আকস্মিম মৃত্যুতে শেরপুর শহরে শোকের ছায়া নেমে এসেছে।
৯ডিসেম্বর বুধবার বাদ এশায় শেরপুর শহরের ঐতিহ্যবাহী তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে চাপাতলি কবরস্থানে তাদের দাফন সম্পুর্ণ করা হবে।
এই দম্পতির আকস্মিক মৃত্যুতে শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি, সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা ফুটবল এসোসিয়েশন সভাপতি মানিক দত্ত, সাধারন সম্পাদক হাকিম বাবুল, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জি এম আজফার বাবুল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ রাজনৈতিক, সামাজিক, সুশীল সমাজসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছেন।