স্টাফ রিপোর্টারঃ কমলা রঙের বিশ্বে নারী, অাধার পথ দেবেই পাড়ি। ‘ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ নভেম্বর, ২০২০ হতে ১০ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত পালিত হতে যাচ্ছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ -২০২০। এ উপলক্ষে জেলা প্রশাসন, শেরপুর এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, শেরপুরের উদ্যোগে ২৬ নভেম্বর এক ভার্চুয়াল আলোচনা সভা আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
আলোচনা সভায় অংশগ্রহণকারী বক্তাগণ নারী নির্যাতন প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন।