স্টাফ রিপোর্টার:মুজিববর্ষ উপলক্ষে শেরপুর সদর উপজেলার যোগিনীমুরা ফুটবল স্পোর্টিং ক্লাব আয়োজিত ২নং চরেশরপুর ইউনিয়ন ফুটবল লীগ-২০২০ এর প্রথম পর্বের খেলা ২৪ নভেম্বর শেষ হয়েছে। যোগিনীমুরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় ৮টি দল কোয়ার্টার ফাইনালে উঠেছে। দলগুলো হচ্ছে, এসআর লাইনস বালুরঘাট, যোগিনীমুরা খড়িয়াপাড়া স্পোর্টিং ক্লাব, তালুকপাড়া সাকিব ইত্যেহাব স্পোর্টিং ক্লাব, যোগিনীমুরা সূর্যসেনা স্পোর্টিং ক্লাব, যোগিনীভাগ একতা সংঘ, উত্তর নামাপাড়া স্পোর্টিং ক্লাব, ২নং চরশেরপুর মানবসেবা পরিষদ রামকৃষ্ণপুর, যোগিনীমুরা যুব সংঘ। ২৫ নভেম্বর কোয়ার্টার ফাইনালের প্রথম খেলায় এসআর লাইনস বালুরঘাট ও যোগিনীমুরা খড়িয়াপাড়া স্পোর্টিং ক্লাব প্রতিদ্বন্ধিতা করবে।
২৪ নভেম্বর সন্ধ্যায় লিটন অটো জিগজাগ ইটভাটায় টূর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণদলসমুহের ড্র অনুিষ্ঠত হয়। টূর্নামেন্টের স্পন্সর লিটন অটো জিগজাগ ইটভাটার মালিক, জেলা যুবলীগ নেতা, যোগিনীমুরা উচ্চ বিদ্যালয় ও ফসিহ্ উল্ উলুম দাখিল মাদ্রাসার সাবেক সভাপিত আলহাজ্ব মেজবাউল ইসলামের সভাপতিত্বে অনুিষ্ঠত এ ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, টূর্নামেন্টের আহ্বায়ক উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, সদস্য রাশিদ নাজিবসহ ৮ দলের ম্যানেজার ও অধিনায়কগণ।