বুলবুল আহম্মেদ শেরপুর : করোনা ভাইরাস সংক্রামন থেকে মুক্ত থাকুন,স্বাস্থ্যবিধি মেনে চলুন” এ শ্লোগানকে সামনে রেখে ফ্রেন্ডস’৮৩ ব্যাচের উদ্যোগে শহর জুরে মাস্ক বিতরণ করা হয়েছে। ৭ ডিসেম্বর শেরপুর মুক্ত দিবস উপলক্ষে সোমবার সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী পথচরী রিক্সা ও ভ্যাণ চালকসহ মাস্ক বিহীন ব্যক্তিদের মাঝে ফ্রেন্ডস’৮৩ ব্যাচের উদ্যোগে শহর জুরে এ মাস্ক বিতরণ করা হয়।

এছাড়াও মাস্ক বিতরনের পাশাপাশি শেরপুর মুক্ত দিবস উপলক্ষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানো হয়। সন্মান জানানো হয় জীবিত মুক্তিযোদ্ধাদের প্রতি। ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে ১৬ ডিসেম্বর ১৯৭১ এ বিজয় অর্জন করে চূড়ান্তভাবে।

তারপূর্বে ৭ ডিসেম্বর শেরপুর এলাকা শত্রুমুক্ত ঘোষনা করা হয় শহীদ দারোগ আলী পৌরপার্কে। এ উপলক্ষে ফ্রেন্ডস’৮৩ ব্যাচের সদস্যরা সকাল ১০ টা থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ মোড় গুলোতে মাস্ক বিতরণ করে।
