বুলবুল আহম্মেদ, শেরপুরঃ জেলা ও উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরনের দাবিতে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) শেরপুর জেলা শাখা।
১৫ নভেম্বর রবিবার সকালে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) শেরপুর জেলা কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে এ কর্মবিরতি কর্মসূচিতে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মচারীরা অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) শেরপুর জেলা কমিটির সভাপতি মোঃ ছাইদুল হক এর সভাপতিত্বে কর্মবিরতি অনুষ্ঠিত হয়। দিন ব্যাপি কর্মবিরতিতে বক্তারা অতিদ্রুত তাদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরনের দাবী জানান। পরে বক্তারা আরো বলেন দাবী না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন তারা।
এদিকে কর্মবিরতি চলাকালে জেলা ও উপজেলা প্রশাসনের কাছে সেবা নিতে আসা অনেক মানুষ চরম দূর্ভোগে পরে।