বুলবুল আহম্মেদ, শেরপুর:করোনা ভাইরাস (কোভিট১৯) সংক্রমন বিস্তার রোধে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে শেরপুর জেলা শহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। ১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহম্মেদ।
এসময় মাস্ক পরিধান না করার অপরাধে পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী , যানবাহন চালক ও যাত্রীদের মুখে মাস্ক না থাকার দায়ে মোট ৩৯টি মামলায় ৯হাজার ৯শত টাকা জরিমানা করা হয়। একই সাথে শহরে সকলকে অবগত করার লক্ষে সচেতনতা মূলক মাইকিং ও মাস্ক বিতরন করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহম্মেদ, সিনিয়র সহকারী কমিশনার ফারুক আল-মাসুদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান, নেজারত ডেপুটি কালেক্টর এনডিসি মোঃ মিজানুর রহমান, সহকারী কমিশনার তামানা তাসবিহা, তাহমিনা তারিন, আকলিমা আক্তার প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক আদিল উজ্জলসহ জেলা প্রশাসকের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।