স্বাধীনতা দিবস উপলক্ষে শেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া উপহার বিতরন করলেন হুইপ আতিক

স্বাধীনতা দিবস উপলক্ষে শেরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া উপহার বিতরন করলেন হুইপ আতিক

বুলবুল আহম্মেদ :আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শেরপুর সদর উপজেলার ৭৭ টি মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া উপহার বিতরন করা হয়েছে। সোমবার ১৩ মার্চ সন্ধ্যায় শেরপুর জেলা আ’লীগের দলীয় কার্যালয়ে শিক্ষক দের মাঝে এসব বিতরন করেন সরকার দলীয় হুইপ ও জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

জানা যায়, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পবিত্র মাহে রমজান থাকায় ক্রীড়া প্রতিযোগিতা ১৬ মার্চ স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপি অনুষ্ঠিত হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫টি খেলায় মোট ৪৫ আইটেমের পুরষ্কার বিজয়ীদের মাঝে তুলে দেওয়া হবে।

এসময় শেরপুর জেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, সদর উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি মো. খাইরুল ইসলাম, সাবেক সভাপতি মোহসিন আলী আকন্দ, সাবেক সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলাম, জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম মঞ্জুরুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সুপারগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *