স্বাধীনতার ৫০ বছর পর শেরপুরের সূর্যদীতে নির্মিত হলো স্মৃতিস্তম্ভ

স্বাধীনতার ৫০ বছর পর শেরপুরের সূর্যদীতে নির্মিত হলো স্মৃতিস্তম্ভ

স্টাফ রিপোর্টার:স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর পর শেরপুরের সূর্যদী এলাকায় নির্মিত হলো মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ। আজ দুপুরে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদীতে এই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থান সমূহ সংরক্ষণ ও মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্পের আওতায় সূর্যদী উচ্চ বিদ্যালয় মাঠে এই স্মৃতিস্তম্ভ নির্মিত হয়েছে। এলজিইডি শেরপুরের বাস্তবায়নে স্মৃতিস্তম্ভ নির্মাণে ব্যায় হয়েছে ৩৩ লক্ষ ২৪ হাজার ৪০৪ টাকা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ আল-মামুন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বেতমারি – ঘুঘুরাকান্দি ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মজু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপিসহ ইউনিয়র আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

১৯৭১ সালের ২৪ নভেম্বর, সূর্যদী এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে এ এলাকার দুই মুক্তিযোদ্ধাসহ ৪৯ জন নিরীহ গ্রামবাসী প্রাণ হারিয়েছিলেন। আগুনে পুড়ে ছাই হয়েছিলো প্রায় ২শ ঘরবাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *